Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তারা না থাকলে আ’লীগও থাকবে না: সেতুমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২০, ০৮:১৫ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০২০, ০৮:১৫ PM

bdmorning Image Preview


ত্যাগী নেতারা না থাকলে আওয়ামী লীগও থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার বিকালে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে কক্সবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মিসভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, দলভারি করার জন্য সুবিধাবাদীদের দলে টানবেন না। ত্যাগী নেতাকর্মীদের নিয়ে দলকে শক্তিশালী করতে হবে। কারণ ত্যাগী নেতারাই দলকে বাঁচিয়ে রেখেছেন। তারা না থাকলে আওয়ামী লীগও থাকবে না।

সুতরাং হিংসা ও অহংকার পরিহার করে দলের জন্য ত্যাগী কর্মীদের কাছে বিনয়ী হয়ে কাজ করতে হবে।

বিএনপির রাজনীতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতিতে এখন ভাটা এসেছে। এই ভাটার রাজনীতি আর জমাতে পারবে না। কারণ তারা দেশকে দুর্নীতির শীর্ষে নিয়ে গেছেন। হাওয়া ভবনের রাজনীতি এই দেশের মানুষ আর গ্রহণ করবে না।

Bootstrap Image Preview