Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দাবানল-বন্যার পর এবার ভয়ংকর মাকড়সার কবলে অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ০৯:৩৩ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ০৯:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দাবানল-বন্যার পর – দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে জ্বলতে থাকা অস্ট্রেলিয়া সম্প্রতি ভেসেছে বন্যায়। দেশটির কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয় এই আকস্মিক বন্যার। এদিকে দাবানল ও বন্যার পর সৃষ্টি হয়েছে এক নতুন আতঙ্কের। আর তা হলো ফানেল মাকড়সা।

বিশ্বের অন্যতম বিষাক্ত মাকড়সা এটি। কোনো প্রাণীর দেহে এরা কামড় দেয়ার পর খুব দ্রুতই এর বিষ গোটা শরীরে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে সেটিকে মৃত্যুর দিকে নিয়ে যায়। দাবানল-বন্যার পর শুষ্ক আবহাওয়ার কারণে এদের প্রজনন ও বিচরণের জন্য উপযুক্ত পরিবেশের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ বিশেষজ্ঞরা।

বুধবার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রেপটাইল পার্ক কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি অঞ্চলটিতে এই বিষাক্ত মাকড়সার বিচরণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

পার্কের মুখপাত্র ড্যানিয়েল রামসে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, ‘সাম্প্রতিক বৃষ্টিপাত ও বর্তমান গরম আবহাওয়ার কারণে ফানেল ওয়েব মাকড়সা ছড়িয়ে পড়ছে বলে আমরা দেখতে পেয়েছি। মানুষকে কামড় দেওয়ার ক্ষেত্রে ফানেল ওয়েব মাকড়সা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সা এবং আমাদেরকে গুরুত্বের সাথে এর মোকাবেলা করতে হবে’।

সিডনির এবিসি পোকামাকড় নিধন প্রতিষ্ঠানের মালিক ওয়ারেন বেইলি জানান, সাধারণত গ্রীষ্ম মৌসুমে ফানেল ওয়েব মাকড়সার বিচরণ চোখে পড়ে। তবে গত কয়েক মাস আবাহওয়া শুস্ক হওয়ায় এবার আগেভাগেই সেই মৌসুম চলে এসেছে।

তিনি বলেন, ‘এগুলোর বিষ প্রাণঘাতি। সম্প্রতি বৃষ্টিপাতের সঙ্গে ফানেল ওয়েব মাকড়সা বের হয়ে আসা শুরু করেছে। এগুলো মানুষের মাটি থেকে কিংবা ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করতে পারে’।

Bootstrap Image Preview