Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হারপিক পান, সেই এমপিপুত্রের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ১০:৩৬ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ১০:৩৬ PM

bdmorning Image Preview


খুলনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (৩৫) হারপিক পানের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বুধবার রাত সাড়ে ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নেয়া হয়।

অভিজিৎ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন।

নারায়ণ চন্দ্র চন্দের বড় ছেলে বিশ্বজিৎ চন্দ্র চন্দ তার ভাই অভিজিৎ চন্দ্র চন্দের মৃত্যুর খবর বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এর আগে সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের মেয়ে জয়ন্তী রানীরও অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তবে, তার মৃত্যুর কারণ জানা যায়নি।

Bootstrap Image Preview