Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিসিবির প্রতি পূর্ণ আস্থা রাখছেন শফিউল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ০৯:৩৭ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ০৯:৩৭ AM

bdmorning Image Preview


পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করছেন না শফিউল ইসলাম। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর আস্থা রাখছেন এই ডানহাতি পেসার। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বুধবার রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের উদ্দেশে যাত্রা করার আগে ভালো ফলাফল বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন শফিউল। নিরাপত্তা নিয়ে না ভেবে নিজেদের সেরাটা খেলার প্রতি জোর দিতে চান তিনি। 

১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা শফিউল বলেন, ‘কোনো দুশ্চিন্তা নেই। যেহেতু বোর্ড সবকিছু চেক করেই পাঠাচ্ছে, তাই কোনো দুশ্চিন্তা নেই। ভালো করে দেশে যেন ফিরতে পারি, ভালো কিছু নিয়ে আসতে পারি এটাই প্রত্যাশা।’ 

ইমার্জিং এশিয়া কাপে খেলতে পাকিস্তান সফরে যাওয়ার অভিজ্ঞতা আছে শফিউল। সেই সফরেও নিরাপত্তা নিয়ে তেমন সমস্যা হয়নি দলের। আর সে কারণে সাহসও বেড়েছে তাঁর। বিসিবির প্রতি পূর্ণ আস্থা রাখছেন তিনি। 

শফিউলের ভাষ্যমতে, ‘আমি ইমার্জিং কাপে খেলেছি। নিরাপত্তা নিয়ে কোনো ইস্যু ছিলো না। ওই কারণেই সাহসটা আরও বেশি পেয়েছি। আরও যেহেতু ন্যাশনাল টিমের খেলা, বোর্ড আশ্বস্ত বলেই যাচ্ছে। আমার ব্যক্তিগত দিক থেকে কোনো আপত্তি নেই, বোর্ড নিরাপদ ভেবেছে বলেই পাঠাচ্ছে।’ 

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

Bootstrap Image Preview