Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সব কিছুর অবসান ঘটিয়ে পাকিস্তানে গেল বাংলাদেশী টাইগাররা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ০৯:৪৬ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ০৯:৪৬ AM

bdmorning Image Preview


পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে চড়ে লাহোরের পথে যাত্রা শুরু করেছেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা। রাত ৮টায় উড়াল দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের বহন করা বিমানটি।

বাংলাদেশ দলের বিমানটি সরাসরি লাহোরে গিয়ে পৌঁছাবে। পাকিস্তান যেতে সরাসরি কোনো বিমান নেই। দলের নিরাপত্তার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

পাকিস্তানে পৌঁছে একদিনের বিশ্রাম নেবে বাংলাদেশ দল। যদিও বিকেলে অনুশীলন করার কথা রয়েছে। এরপর ২৪ জানুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানের মুখোমুখি হবে মাহমুদউল্লাহর দল।

বিরতি না দিয়েই ২৫ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। তৃতীয় এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি। তিনটি ম্যাচই লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজে এটা বাংলাদেশ দলের প্রথম দফার সফর। ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় পাকিস্তানে যাবে বাংলাদেশ। তখন একটি টেস্ট ম্যাচ খেলে দেশে ফিরে আসবে দলটি।

এপ্রিলে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি খেলতে তৃতীয় দফায় পাকিস্তান যাবে বাংলাদেশ। সেখানে টেস্ট ম্যাচের আগে একটি ওয়ানডে ম্যাচও খেলবে দুই দল।

Bootstrap Image Preview