Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মাহমুদউল্লাহরা: আকরাম খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ০৯:৫৬ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ০৯:৫৬ AM

bdmorning Image Preview


অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে বুধবার রাতে দেশ ছেড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ। 

দেশ ছাড়ার আগে পাকিস্তানের মাটিতে ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। পাকিস্তানে ক্রিকেট খেলার পরিবেশ দারুণ বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘পাকিস্তানে ক্রিকেট খেলার পরিবেশ অনেক ভালো। ওখানে প্রচুর ক্রিকেট খেলেছি আমরা। যদি আমরা দল হিসেবে খেলতে পারি, আমাদের পারফরম্যান্সটা ভালো হবে। পারফরম্যান্স ভালো হলে সবাই খুশি থাকবে।’

হুট করে পাকিস্তান সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় নিজেদের মানসিকভাবে প্রস্তুত করার তেমন সময় পাননি বাংলাদেশের ক্রিকেটাররা। এরপরও অবশ্য চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মাহমুদউল্লাহরা। পাকিস্তানের উদ্দেশে যাত্রা করার আগে এমনটাই জানান আকরাম।

তিনি বলেন, ‘সব সফরই আমাদের জন্য চ্যালেঞ্জিং। সব সময় বাংলাদেশ দল ভালো খেলতে চায়, আমরাও চাই ভালো খেলুক। তবে অনেক কম সময় পেয়েছি পরিকল্পনা করে মানসিকভাবে প্রস্তুতির জন্য। এরপরও প্রায় ৯৯ শতাংশ খেলোয়াড়রা যাচ্ছে, অফিসিয়ালরা যাচ্ছে, আশা করছি ভালো কিছু হবে।’   

Bootstrap Image Preview