Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান সফরঃ বিসিবি খরচ কোটি কোটি টাকা !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ১০:৪৭ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ১০:৪৭ AM

bdmorning Image Preview


পাকিস্তানে ক্রিকেট ফেরাতে কোটি কোটি টাকা খরচ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন মাসে তিনবার পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। পাকিস্তানে সরাসরি বিমান না থাকায় ভাড়া করা বিমানে যাতায়াত করবে বাংলাদেশ। একটি সুত্রে জানাযায়, সরাসরি একবার পাকিস্তান যেতে-আসতে বিসিবির খরচ হবে দেড় লাখ মার্কিন ডলার বা এক কোটি ২৭ লাখ টাকারও বেশি।

আকাশ পথে পাকিস্তানে যাওয়ার নেই কোনো সহজ উপায়। দোহা বা দুবাই হয়ে যেতে হয় পাকিস্তানে। যে কারণে দুই-তিন ঘণ্টার রাস্তা ঘুরে যেতে সময় লাগে ১০-১২ ঘণ্টা। কিন্তু পাকিস্তান সফরের ঝক্কি ঝামেলা এড়াতে দোহা আর দুবাই না ঘুরে বুধবার সরাসরি পাকিস্তান গেল বাংলাদেশ।

বুধবার রাত আটটায় বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া করা চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে সরাসরি লাহোর যায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। রাত সাড়ে দশটায় নিরাপদে লাহোরে পৌঁছায় বাংলাদেশ দল। ওই বিমানে অন্য কোনো যাত্রী না থাকায় ১৬২ আসনের বিমানের বেশিরভাগ আসনই ফাঁকা পড়ে ছিল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফেরত আসবে বাংলাদেশ দল। এই বিমানটি তখন পাকিস্তান গিয়ে ক্রিকেটারদের নিয়ে আসবে।

পাকিস্তান সফরে প্রথম দফায় ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। এপ্রিল মাসে সফরে গিয়ে বাংলাদেশ খেলবে একটি ওয়ানডে আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

Bootstrap Image Preview