Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যেখানেই যেভাবেই সুযোগ পাই শতভাগ দিব: সৌম্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ১১:০০ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ১১:০০ AM

bdmorning Image Preview


অলরাউন্ডার হিসেবে পাকিস্তান সফরে যাচ্ছেন সৌম্য সরকার। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে জাতীয় দলে যাত্রা শুরু হয় সৌম্যর। কিন্তু পাকিস্তান সফরে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলতে হতে পারে তাঁকে। সঙ্গে বোলার হিসেবেও নির্বাচকরা বিবেচনায় রেখেছে সৌম্যকে। ২৬ বছর বয়সী এই ক্রিকেটারও ব্যাট-বল; দুই বিভাগেই পাকিস্তানের বিপক্ষে শতভাগ দিতে চান।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) অলরাউন্ডিং পারফরম্যান্স করেছেন সৌম্য। কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে ১২ ম্যাচে ২ হাফ সেঞ্চুরিতে ৩৩১ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বল হাতেও ছিলেন সাবলীল। ৮.৫৭ ইকোনমিতে ১২ উইকেট নেন তিনি।

পাকিস্তানের বিপক্ষেও এমন পারফরম্যান্স ধরে রাখতে চান সৌম্য, ‘অবশ্যই চেষ্টা করব দুই বিভাগে শতভাগ দেয়ার জন্য। যেভাবেই সুযোগ পাই, যেখানেই সুযোগ আসে; চেষ্টা করব শতভাগ দেয়ার।’

‘অবশ্যই দল হিসাবে প্রত্যাশা ভালো। যারা আমরা যাচ্ছি, এবার সবাই বিপিএলে ভালো পারফর্ম করেছে। সবাই যদি বিপিএলের পারফরম্যান্সটা ধরে রাখতে পারে, তাহলে দলের ফলাফলটা ভালো আসবে।’ যোগ করেন তিনি।

পারিবারিক কারণ এবং নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাচ্ছেন না অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। নিষেধাজ্ঞার কারণে দলে নেই সাকিব আল হাসানও। দুই অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে যে দায়িত্ব নিয়ে খেলার বিকল্প নেই, সেটা জানেন সৌম্য।

দেশ ছাড়ার আগে তিনি বলেছেন, ‘অনেক সিনিয়রই নেই, থাকলে অবশ্যই ভালো হতো। অবশ্যই দায়িত্ব নিয়ে খেলতে হবে। চেষ্টা করব ওভাবে খেলার।’

জাতীয় দলে বল হাতে নিয়মিত নন সৌম্য। তবে এবারের বিপিএলে তাঁর বোলিং মুগ্ধ করেছে সবাইকে। তাই তাঁকে অলরাউন্ডার হিসেবেও ভাবা শুরু করেছেন বিসিবির নির্বাচকরা।

Bootstrap Image Preview