Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিরপুরেই হবে বিশ্ব ও এশিয়া একাদশের ম্যাচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ১১:১২ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ১১:১২ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ব ও এশিয়া একাদশের একটি ম্যাচ ভারতে হওয়ার কথা ছিল। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানালেন, ভারতে ম্যাচ হচ্ছে না। ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বৈঠক করে সিইও বলেন, ‘ভারতে যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ দুটি মিরপুরেই হবে।’

মঙ্গলবার সৌরভের সঙ্গে ব্রডকাস্টিং-ইভেন্ট ম্যানেজমেন্টসহ অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন সিইও। বিশ্ব ও এশিয়া একাদশের ম্যাচের জন্য খেলোয়াড়দের তালিকা করেছে বিসিবি। কিন্তু কারা খেলবেন সেটা এখনও নিশ্চিত হয়নি। সিইও বলেন, ‘খেলোয়াড়রা নিশ্চিত না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছে না বিসিবি। বিশ্ব ক্রিকেটের যারা ওপরের পর্যায়ে আছেন, আইসিসিতে যারা আছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন তাদেরকে আমন্ত্রণ জানাব। লিজেন্ডদের আনার চেষ্টা করব।’

এদিকে পাকিস্তান সফরে কোচিং স্টাফের অনেকেরই না যাওয়া নিয়ে নিজামউদ্দিন বলেন, ‘আমাদের পাঁচজন স্টাফ যাচ্ছে না পাকিস্তানে। তাদের অনেকেরই আগে থেকে শিডিউল ছিল।’

Bootstrap Image Preview