Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল যুবারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ১১:৩৯ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ১১:৩৯ AM

bdmorning Image Preview


যুব বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারায় পাকিস্তান। টানা দ্বিতীয় ম্যাচ জিতে নেয় দলটি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও টানা দুই ম্যাচ জিতেছে। ফলে 'সি' গ্রুপ থেকে যুব বিশ্বকাপের সুপার লিগ নিশ্চিত করেছে বাংলাদেশ এবং পাকিস্তান।

পচেফস্ট্রমে বুধবার জিম্বাবুয়েকে ২৮ রানে হারায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচটিতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ২৯৪ রান করে পাকিস্তান। জবাবে ৪৬ ওভার ৩ বলে ২৫৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

রান তাড়ায় শুরুতে দারুণ অবস্থানে ছিল জিম্বাবুয়ে। প্রতিপক্ষের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল দলটি। ২ উইকেটে ১৮৬ রানের দৃঢ় অবস্থানে ছিল জিম্বাবুয়ের যুবারা। কিন্তু শেষ ৮ উইকেট মাত্র ৭০ রান দলের খাতায় যোগ করতেই হারায় তারা।

জিম্বাবুয়ের দুই টপ অর্ডার ব্যাটসম্যান ওয়েসলি মাদভেরে (৫৩) ও মিল্টন শুম্বা (৫৮) হাফ সেঞ্চুরি করেন। এই দুইজন ছাড়া বিশের ঘর ছাড়াতে পারেন কেবল অধিনায়ক ডিওন মায়ার্স।

আগে ব্যাটিং করা পাকিস্তানের হয়ে মাত্র ৪৮ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ হারিস। ৫৪ রান করেন কাসিম আকরাম। টপ অর্ডার ব্যাটসম্যান ফাহাদ মুনিরের ব্যাট থেকে আসে ৫৩ রান।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। এরপর স্কটল্যান্ডের বিপক্ষেও জয় তুলে নেয় আকবর আলীর দল। পাকিস্তান-বাংলাদেশের চার পয়েন্ট করে হলেও রানরেটে এগিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। 

Bootstrap Image Preview