Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তি, সেই প্রাথমিক শিক্ষক গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ০৭:২৪ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ০৭:২৪ PM

bdmorning Image Preview


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তির অভিযোগে পিন্টু কুমার মজুমদার নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুমিড়াদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ফেসবুকে পিন্টু মজুমদারের পোস্টটি ছড়িয়ে পড়লে এলাকার মুসলমানদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বুধবার রাত ৮টার দিকে গ্রেপ্তার করা হয় তাকে। পিন্টু মজুমদার কুমিড়াদহ গ্রামের চন্ডি প্রশাদ মজুমদারের ছেলে।

জানা গেছে, বুধবার (২২ জানুয়ারি) সকালে নিজের ফেসবুকে রাসুল (সাঃ), ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায় নিয়ে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেন পিন্টু কুমার মজুমদার। পোস্টটি এলাকাবাসির নজরে আসার পরপরই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা পিন্টুর বাড়িটিতে হামলা চালায়। তারা হাটফাজিলপুর বাজারে বিক্ষোভ করে।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর কুমিড়াদহ গ্রাম থেকে শিক্ষক পিন্টু কুমার মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে পিন্টু মজুমদারকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার হাসানুজ্জামান। তিনি এলাকাবাসিকে শান্ত থাকার পরামর্শ দেন।

স্থানীয় শফিকুল ইসলাম শিমুল, বিপুল হোসেন, আরজু ও রিপন খান জানান, পুলিশ দক্ষতা ও দ্রুততার সাথে যেভাবে ক্ষুব্ধ জনতাকে শান্ত করে গোটা এলাকায় শান্তি ফিরিয়ে এনেছে, তা ছিল নজীরবিহীন। পুলিশের সাথে তারাও অংশ নেন।

Bootstrap Image Preview