Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুশফিককে নিয়ে হতাশ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২০, ০৯:৪৯ AM
আপডেট: ২৪ জানুয়ারী ২০২০, ০৯:৪৯ AM

bdmorning Image Preview


নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান না আসায় বেশ হতাশ হয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের সকলেই মুশফিক আসলে খুশি হতেন বলে জানান তিনি। 

মুশফিকের পাকিস্তান সফরের ব্যাপারে সমর্থন দেয়নি তাঁর পরিবার। এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে না যাওয়ার বিষয়টি অবগত করেন তিনি। পরবর্তীতে তাঁকে ছাড়াই মাহমুদউল্লাহর নেতৃত্বে দেশ ছাড়ে বাংলাদেশ। 

তাই মুশফিকের মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারের বিপক্ষে খেলতে না পারায় হতাশা প্রকাশ করেন বাবর। প্রথম টি-টোয়েন্টির আগের দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছুটা আক্ষেপ প্রকাশ করেন তিনি।  

সংবাদ সম্মেলনে বাবর বলেন, 'পুরো বাংলাদেশ দল পাকিস্তানে এল, মুশফিক এলেন না!  আমি তাঁকে কেবল এটিই বলব, তিনি পাকিস্তানে এলে আমরা খুবই খুশি হতাম। এলে বাংলাদেশ দলের সঙ্গে তিনিও দারুণভাবে সংবর্ধিত হতেন। আমি তাঁকে এটাও বলতে চাই, খেলাধুলার জন্য পাকিস্তান সব সময়ই দারুণ নিরাপদ জায়গা।'

এখন না এলেও ভবিষ্যতে পাকিস্তান সফরে আসবেন মুশফিক, প্রত্যাশা বাবরের। তাঁর ভাষ্যমতে,  'আমি আশা করি, তিনি তাঁর সতীর্থদের কাছ থেকে পাকিস্তান নিয়ে জানবেন। ভবিষ্যতে তিনি অবশ্যই আমাদের এখানে খেলতে আসবেন।' 

Bootstrap Image Preview