Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিরাপত্তার ব্যাপার নিয়ে ভাবছেন না মাহমুদউল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২০, ১০:০৮ AM
আপডেট: ২৪ জানুয়ারী ২০২০, ১০:০৮ AM

bdmorning Image Preview


নিরাপত্তা নিয়ে না ভেবে নিজেদের খেলার প্রতি মনোযোগ দিতে চান বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নিরাপত্তা ইস্যুটি বাংলাদেশে রেখে পাকিস্তানে পা রেখেছেন বলে উল্লেখ করেন তিনি। 

শুক্রবার (২৪ জানুয়ারি) পাকিস্তানের বিপক্ষে লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। এখানেই ২০০৯ সালে সন্ত্রাসী হামলার কবলে পড়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেই হামলায় আহত হন কতিপয় ক্রিকেটার।

এরপর থেকেই নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে অপরাগতা প্রকাশ করে আসছিল বিশ্ব ক্রিকেটের বড় দলগুলো। সম্প্রতি সেই শ্রীলঙ্কাকেই আতিথেয়তা দিয়ে নতুন যুগের সূচনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এবার একই ধারাবাহিকতায় বাংলাদেশও খেলতে গেছে সেখানে। আর এই সফরে পূর্ণ নিরাপত্তা পাচ্ছে মাহমুদউল্লাহরা। তাই এই ব্যাপারে আপাতত সমস্যা দেখছেন না টাইগারদের টি-টোয়েন্টি দলপতি। 

নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নিরাপত্তার ব্যাপারটি একদমই মাথায় থাকবে না। আমরা এটা বাংলাদেশেই রেখে এসেছি, যখন আমরা প্লেনে উঠেছি। আমরা পাকিস্তানে মাঠের ক্রিকেটে ভালো করার চিন্তা করছি। আমরা ভালো একটা শো উপহার দিতে চাই। এই মুহূর্তে আমরা কেবল এটাই ভাবছি।'

Bootstrap Image Preview