Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক মাহমুদুউল্লাহর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২০, ০৩:১১ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০২০, ০৩:১১ PM

bdmorning Image Preview


সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩ টায়।

ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুউল্লাহ রিয়াদ।

সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৫  এবং ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচ লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে হবে।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে আসবে বাংলাদেশ দল। দ্বিতীয় দফায় পাকিস্তানে গিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে তারা খেলবে প্রথম টেস্ট। আর তৃতীয় দফায় আগামী ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডের পর ৫ এপ্রিল সেখানেই দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

Bootstrap Image Preview