Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই বাদুড় খাচ্ছেন চীনা নারী, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২০, ০৭:৩১ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০২০, ০৭:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চীনে প্রাণীবাহিত করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই এক চীনা নারীর বাদুড়ের স্যুপ ও বাদুড় খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা যায়, ওই নারী চপস্টিকসহ দুই হাত দিয়ে বাদুড়টি ধরে খাওয়ার চেষ্টা করছেন। চীনের ইয়ুহান প্রদেশে নিশাচর প্রাণীদের স্যুপ খুব জনপ্রিয়। করোনা ভাইরাসের উৎপত্তিও এ অঞ্চলে বলে গণমাধ্যমের খবর। 

মিরর জানায়, ওই নারীকে বাদুড় খেতে সাহায্য করেন তার এক পুরুষ সঙ্গী। তিনি তাকে বলেন, 'মাংসটা খাও, চামড়া খেও না।'

এরপর তিনি আরো বলেন, তোমাকে পেছনের অংশের মাংসটা খেতে হবে। 

তাদের সামনে একটি বড় বাটিতে বাদুড়ের স্যুপ রাখা ছিল। 

চীনে করোনা ভাইরাসে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ৮৩০ জন। 

Bootstrap Image Preview