Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর খুব কাছে চলে এসেছে অস্ট্রেলিয়ার দাবানল, বিমান ওঠা-নামা বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২০, ০৭:৪৭ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০২০, ০৭:৪৭ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা’র দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলের জেরে পার্শ্ববর্তী বিমানবন্দরগুলোতে সব ধরনের বিমান ওঠা-নামা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ ওই দাবানল গত বুধবার পিয়াল্লিগো বনে দেখা দেয়। এরপর বৃহস্পতিবার মলঙ্গো নদীর তীর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। পরে বেয়ার্ড শহরতলি, হারমান এবং ওকস এস্টেটের কাছেও দাবানল দাউদাউ করে ছড়িয়ে পড়ে।

এর আগে ক্যাল্লারো রোড এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছিল। সম্প্রতি দ্বিতীয়বারের মতো সেখানে এ ধরনের ঘটনা ঘটল।

গতকাল বিকেলে দাবানলের জেরে সেখানে জরুরি সতর্কতা জারি করা হয়। যদিও গতকাল রাত ৯টার দিকে দাবানল কিছুটা কমেছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটে সে দেশের ইমার্জেন্সি সার্ভিস অ্যাজেন্সি দাবানল পর্যবেক্ষণ করছিল। তবে রাত ৮টা ৪৫ মিনিটেই তারা জানিয়ে দেয়, দাবানল কিছুটা গতি কমিয়ে শিথিল হচ্ছে।

তারা আরো জানায়, দাবানলের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো ঘরবাড়ি পুড়ে যায়নি। গতকাল দিনের বেশিরভাগ সময় বিমান ওঠানামা বন্ধ ছিল। তবে বিকেলে কয়েকটি বিমান ঝুঁকি নিয়েও ছেড়ে গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়নি। তবে যাত্রীদেরকে তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে যাত্রার সময় জেনে নিতে বলা হয়েছে।

Bootstrap Image Preview