Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিরাট কোহলির জন্য সুখবর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২০, ১১:০৯ AM
আপডেট: ২৫ জানুয়ারী ২০২০, ১১:০৯ AM

bdmorning Image Preview


সদ্য আইসিসি প্রকাশিত টেস্ট ব়্যাংকিংয়ে এক নম্বর জায়গাটা ধরে রাখলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি৷ র‍্যাংকিংয়ের প্রথম দশে নিজেদের জায়গা ধরে  রেখেন ভারতের তিন ব্যাটসম্যান৷ ছ’নম্বরে নিজের জায়গা ধরে রাখেত সক্ষম হয়েছেন টিম ইন্ডিয়ার নম্বর তিন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা৷ আর এক ধাপ এগিয়ে আট নম্বরে রয়েছেন টেস্টে বিরাটের ডেপুটি অজিঙ্ক রাহানে৷

এই ব়্যাংকিংয়ে পোর্ট এলিজাবেথ টেস্টে ইংল্যান্ড জেতার পর৷ পোর্ট এলিজাবেথে ইনিংস ও ৫৩ রানে জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে রয়েছে ইংল্যান্ড৷

নভেম্বরে ভারত শেষ টেস্ট খেললেও ৯২৮ পয়েন্টে নিয়ে এখনও এক নম্বরে রয়েছেন বিরাট৷ দ্বিতীয় স্থানে রয়েছেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ৷ বিরাটের থেকে ১৭ পয়েন্ট কম রয়েছে স্মিথের৷ ৭৯১ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে রয়েছেন পূজারা৷ আর ৭৫৯ পয়েন্ট পেয়ে আট নম্বরে রয়েছেন রাহানে৷

বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছেন ভারতের তিন জন৷ ৭৯৪ পয়েন্ট নিয়ে জসপ্রীত বুমরাহ রয়েছেন ছ’নম্বরে৷ রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন আট এবং ১০ নম্বরে রয়েছেন বুমরাহের বোলিং পার্টনার মহম্মদ শামি৷ তবে বোলারদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন প্যাট কামিন্স৷ অজি পেসারের পয়েন্ট ৯০৪৷

অল-রাউন্ডারের মধ্যে তিন নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা৷ তাঁর পয়েন্ট ৪৩৮৷ আর পাঁচ নম্বরে রয়েছেন অশ্বিন৷ অল-রাউন্ডারের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার৷

Bootstrap Image Preview