নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন টাইগার দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গতকাল স্বাগতিকদের কাছে পাঁচ উইকেটে হেরেছে টাইগাররা।
প্রথমে ব্যাট করে ৫ উইকেটে মাত্র ১৪১ রান তুলতে পারে বাংলাদেশ। জবাবে পাকিস্তানও খুব স্বস্তিতে ছিল না। ১৪২ রান তাড়া করতে ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলতে হয় তাদের, ৩ বল বাকি থাকতে পায় জয়।
ম্যাচ শেষে টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ হারের কারণ হিসাবে বলেন, ম্যাচ শেষে আক্ষেপ হয়ে রইলো ১০-১৫ রান। আর কিছু রান বোর্ডে তুলতে পারলে হয়তো ফলটা অন্যরকম হতে পারতো।
আবার অনেকেই মনে করছেন, মুশফিক থাকলে এই পুঁজিটা হয়তো ১০-১৫ রান বেশি হতো।
মুশফিকের না খেলার প্রসঙ্গে টাইগার ক্যাপ্টেন আরও বলেন,বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা মুশফিকুর রহীমের সার্ভিস সবসময়ই মিস করি। সে আমাদের দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশের জন্য তিন ফরমেটেই সে সেরা পারফরমার।’
তাই বলে মুশফিকের কথা ভেবে সব ছেড়ে বসে থাকতে হবে, এমন ভাবনারও পক্ষপাতী নন মাহমুদউল্লাহ। বাংলাদেশ দলপতি পরক্ষণেই যোগ করেন, ‘মুশফিকুর রহীম এখানে আমাদের সঙ্গে নেই। আমরা তো তার অনুপস্থিতির কথা ভেবে বসে থাকতে পারি না। আমার মনে হয়, আমরা কি অর্জন করতে পারি সেদিকেই ফোকাস রাখা উচিত। সুযোগ কাজে লাগিয়ে ভালো পারফর্ম করতে হবে।’
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে আজ (শনিবার)। ম্যাচটি হবে প্রথম টি-টোয়েন্টির ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই।