Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় টি২০ তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২০, ১১:২৪ AM
আপডেট: ২৫ জানুয়ারী ২০২০, ১১:২৮ AM

bdmorning Image Preview


দীর্ঘ প্রতীক্ষার পর পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এই ম্যাচে মাঠে নামার আগে সেরা একাদশ সাজানো নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে বাংলাদেশকে। কারণ গত ম্যাচে লজ্জার হার হয়েছে তাদের। গাদ্দাফি স্টেডিয়ামের স্পোর্টিং উইকেটের কথা বিবেচনা করে আজকের ম্যাচেও তিন স্পেশালিস্ট পেসার নিয়ে খেলবে বাংলাদেশ।

সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের সঙ্গে পেস আক্রমণ সামলানোর দায়িত্বে থাকবেন আল-আমিন হোসেন এবং শফিউল ইসলাম। আর একমাত্র লেগ স্পিনার হিসেবে এই ম্যাচেও খেলবেন আমিনুল ইসলাম বিপ্লব।

এদিকে বাংলাদেশের বিপক্ষে গতকালের একাদশ নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে পাকিস্তানও। এক্ষেত্রে দুই অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিকের উপর ভরসা রাখবে তারা।এছাড়া এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন পেসার শাহিন শাহ আফ্রিদি। এই ম্যাচে আহসান আলী এবং হারিস রউফের দিকে তাকিয়ে থাকবে অধিনায়ক বাবর আজম।

(সম্ভাব্য)-

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন/মেহেদি হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

পাকিস্তান একাদশঃ আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাদাব খান, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।  

Bootstrap Image Preview