Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আর্চারকে নিয়ে ঝুঁকি নিতে চায়না ইংল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২০, ১১:৩৫ AM
আপডেট: ২৫ জানুয়ারী ২০২০, ১১:৩৫ AM

bdmorning Image Preview


শেষ দুই টেস্টে জফরা আর্চারকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়েছে ইংল্যান্ড। সিরিজের চতুর্থ এবং শেষ টেস্টে দলে ফেরার সম্ভাবনা থাকলেও সেটা নিভে গেছে। জোহানেসবার্গ টেস্টেও তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

কনুইয়ের চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে কেপ টাউন এবং পোর্ট এলিজাবেথ টেস্টে একাদশের বাইরে ছিলেন ইংলিশ ডানহাতি পেসার আর্চার। গত কয়েকদিনের অনুশীলনে আশাও জাগিয়েছিলেন শেষ টেস্টে ফেরান।

শুক্রবার গা গরম করতে কয়েকটি বল করার পরই দলের চিকিৎসকের কাছে যান তিনি এবং জানান, একই জায়গায় ব্যাথা বাড়ছে তাঁর। এমন পরিস্থিতিতে আর্চারকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ইংল্যান্ড।

ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলেন, 'দুর্ভাগ্যবশত জফরা (আর্চার) থাকছে না। আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না সে পুরো ম্যাচ খেলতে পারবে। এটা তার জন্য হতাশাজনক। সে ফিরে আসতে অনেক কঠোর পরিশ্রম করছে।'

নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ফর্মে ছিলেন না আর্চার। দুই টেস্ট মাত্র দুটি উইকেট পেয়েছেন তিনি, যেখানে তাঁর দিয়েছেন ১০৪.৫০ গড়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়ান এই পেসার। ম্যাচের তৃতীয় ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে ২৪ বছর বয়সী আর্চারের।

Bootstrap Image Preview