ইংল্যাণ্ড বিশ্বকাপটা ব্যাটে বলে রাঙিয়ে দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।তাঁর সব গুলো ইনিংস ছিলো চোখ ধাঁধানো।দুর্দান্ত এই পারফম্যান্সের কারণে খেতাব পেয়েছেন অনেক।এবার সেই আলোকে দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) মূল্যায়নে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন সাকিব।
শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মনোনীতদের হাতে ‘কুল বিএসপিএ পুরস্কার ২০১৯’ তুলে দেওয়া হয়। এ সময় সাকিবের হাতে ২০১৯ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার তুলে দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।
উল্লেখ্য,সাকিব আল হাসান বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞায় আছেন।জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় গেল বছরের ২৯ অক্টোবর সাকিবকে সব ধরনের ক্রিকেটে দুই বছর নিষিদ্ধ করে আইসিসি। পরে অবশ্য এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।