Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট মালিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২০, ১২:২৯ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০২০, ১২:২৯ PM

bdmorning Image Preview


বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরেছেন শোয়েব মালিক। দলে ফিরেই পাকিস্তানকে জিতিয়েছেন তিনি। ৫৮ রানের ইনিংস খেলে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে এনে দিয়েছেন দারুণ এক জয়।

টি-টোয়েন্টিতে মালিককে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন অনেকে। অনেক সাবেক ক্রিকেটার প্রকাশ্যেই তাঁর সমালোচনা করেছেন। এবার অভিজ্ঞ এই অলরাউন্ডারের ব্যাটেই ৮ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। দারুণ ইনিংসের পর মালিক জানিয়েছেন, এই ইনিংস দিয়ে কাউকে জবাব দেয়ার কথা ভাবেননি তিনি।

মালিক বলেছেন, 'আমি কাউকে জবাব দেইনি। আমার লক্ষ্য থাকে নিজেকে সন্তুষ্ট করা। কাউকে দুঃখিত করা, কাউকে আনন্দিত করা আমার কাজ না। এটা আমার দায়িত্ব। আমি সবাইকে সম্মান করি। প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ভিন্ন।'

তাঁকে নিয়ে কেউ বাজে কথা বললে সেগুলো কানে না নেয়ার চেষ্টা করেন মালিক। নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট মালিক। দলের অবদান রাখতে পেরে আরও আনন্দিত তিনি।

এ প্রসঙ্গে মালিক বলেন, 'কেউ যখন আমাকে নিয়ে বাজে কিছু বলে আমি চেষ্টা করি এটা নিয়ে মন খারাপ না করতে। আমি আমার পারফরম্যান্সের কারণে আনন্দিত। আরও বেশি খুশি হয়েছি পাকিস্তান আমার পারফরম্যান্সে জিতেছে।'

Bootstrap Image Preview