স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ।আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ হারলেই সিরিজ হাত ছাড়া হয়ে যাবে। তাই সিরিজ বাঁচাতে একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে মাহমুদউল্লাহর দল।
টাইগার একাদশে ব্যাটিং লাইনে পরিবর্তন আসতে পারে।ওপেনিংয়ে তামিমের সঙ্গী হতে পারেন লিটন দাস। সেই ক্ষেত্রে তিন নম্বর পজিশনে নেমে যেতে পারেন নাঈম শেখ।
এছাড়াও মোহাম্মদ মিঠুনকে গত ম্যাচে সাত নম্বরে নামিয়েছিল বাংলাদেশ। এই পজিশনে ইনিংস ধরে খেলা মিঠুন অনেকটাই বেমানান। তাঁর বদলে একাদশে খেলতে পারেন অলরাউন্ডার মেহেদী হাসান।
বাংলাদেশ সম্ভাব্য একাদঃ তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
পাকিস্তানের সম্ভাব্য একাদশঃআহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাদাব খান, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।