Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি২০তে বাদ পড়লেন যে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২০, ১২:৫৯ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০২০, ০১:০১ PM

bdmorning Image Preview


পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। একইসঙ্গে টপ অর্ডারেও পরিবর্তন দেখা যেতে পারে  মাহমুদউল্লাহ রিয়াদের দল।

সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারার পর গণমাধ্যমকে অবশ্য একাদশ পরিবর্তনের ইঙ্গিত দেননি তিনি। শুধু বলেছিলেন, 'আমাদের বসতে হবে। আগামীকাল জানাতে পারব পরিবর্তন আসবে কিনা।'

প্রথম ম্যাচে ১১ ওভারে ৭১ রানের জুটি গড়েন দুই ওপেনার তামিম ইকবাল এবং নাঈম শেখ। কিন্তু ধীরগতির ইনিংস খেলেন দুজনই। ৩৪ বলে ৩৯ রান করেন অভিজ্ঞ ওপেনার তামিম। আরেক বাঁহাতি ওপেনার নাঈম করেন ৪১ বলে ৪৩ রান।

গত ম্যাচে বাংলাদেশ ডট বল খেলে ৪৪ টি। এর মধ্যে দুই ওপেনার মিলিয়ে ডট বল খেলেন ৩১টি। পাওয়ার প্লে'তে দুজন মিলে তোলেন ৩৫ রান। মাহমুদউল্লাহর দল প্রথম ইনিংসে করে ১৪১। কম সংগ্রহের কারণে সমালোচিত হয় দুই ওপেনারের ধীরগতির দুটি ইনিংস।

ওপেনিং জুটিতে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। তামিমের সঙ্গে বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা লিটন দাস খেলতে পারেন। এক্ষেত্রে তিনে নেমে যেতে পারেন তরুণ ওপেনার নাঈম। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন আনার জন্যেও এমনটা করতে পারে বাংলাদেশ।

এছাড়া মোহাম্মদ মিঠুনকে গত ম্যাচে সাত নম্বরে নামিয়েছিল বাংলাদেশ। এই পজিশনে ইনিংস ধরে খেলা মিঠুন অনেকটাই বেমানান। এজন্য তাঁর বদলে একাদশে আজকে খেলবেন অলরাউন্ডার মেহেদী হাসান। তাঁর দারুণ স্পিন সামর্থ্য সাহায্য করতে পারে বাংলাদেশকে।

বাংলাদেশ একাদশ -

তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

পাকিস্তান একাদশ -

আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাদাব খান, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।

  

Bootstrap Image Preview