সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ।
ইনিংসের সূচনা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারে বিদায় নেন নাঈম শেখ। শাহিন আফ্রিদির বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ৬/১ (২ ওভার)
(তামিম ৪*, মেহেদী ১*)
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
পাকিস্তান একাদশঃ আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাদাব খান, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।