Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টাইগারদের পাত্তাই দিল না পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২০, ০৬:০৮ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০২০, ০৬:১৯ PM

bdmorning Image Preview


স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ। প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারের পর আজ দ্বিতীয় ম্যাচে নয় উইকেটে হারলো মাহমুদউল্লাহরা।

এই আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান করে মাহমুদউল্লাহরা যা প্রথম ম্যাচের থেকে ৬ রান কম।হাতে উইকেট থাকলেও রান করতে ব্যর্থ হচ্ছে টাইগাররা।দলের হয়ে ৫৩ বলে ৬৫ রান করেন তামিম ইকবাল। 

১৩৭ রানের অল্প পুঁজির লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই শফিউলের বলে উইকেট হারায় পাকিস্তান। কিন্তু তাঁর পরেই শক্তিশালী হয়ে ঘুয়ে দাঁড়ায় পাক ব্যাটসম্যানরা। বাবরকে সঙ্গে নিয়ে ৩৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন হাফিজ। বাবর হাফ সেঞ্চুরি পেয়েছেন ৩৫ বলে। এই দুজন ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাবর (৬৬*)-হাফিজ (৬৭*)।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ১৩৬/৬ (২০ ওভার) (তামিম ৬৫, আফিফ ২১; হাসনাইন ২/২০)

পাকিস্তানঃ ১৩৭/১ (১৬.৪ ওভার) (বাবর ৬৬*, হাফিজ ৬৭*)

Bootstrap Image Preview