Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দলে আসতে আইপিএলে প্রমাণ দিতে হবে ধোনিকে: শাস্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ০৯:৫০ AM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ০৯:৫০ AM

bdmorning Image Preview


ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সম্প্রতি ধোনিকে নিয়ে ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীর এক বক্তব্য যা আরও বাড়িয়ে দিয়েছে। শাস্ত্রী জানিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসর শেষে ভালো না লাগলে সরে দাঁড়াবেন ধোনি।

ইংল্যান্ড বিশ্বকাপের পর ভারতের হয়ে আর মাঠে নামেননি ধোনি। আইপিএল দিয়ে মাঠে ফিরতে দেখা যাবে তাঁকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেতে হলে আইপিএলে নিজেকে প্রমাণ করতে হবে ধোনিকে, আগেই জানিয়েছেন শাস্ত্রী।

অবশ্য আইপিএলে ভালো করলেও ধোনি নাও ফিরতে পারেন, এমন সম্ভাবনা দেখছেন ভারতের কোচ। কারণ দলে জায়গা ধরে রাখার জন্য ক্রিকেট খেলেন না ধোনি। ১০০ টেস্টের কথা চিন্তা না করে ৯০ টেস্ট খেলেই বিদায় নেয়া ধোনির মনোভাবে তা স্পষ্ট।

স্পোর্টস স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘আইপিএল আসছে। তারপর দেখা যাবে কী হয়। ধোনিকে বছরের পর বছর ধরে সবাই দেখে আসছেন। নিজের ক্রিকেট নিয়ে ও খুব রকমের সৎ। দলে নিজের জায়গা ধরে রাখার মতো প্লেয়ার নয় ধোনি। টেস্ট থেকে অবসর নেওয়ার সময়ে ওর মাথায় ১০০ টেস্ট ম্যাচ খেলার কথা ঘুরপাক খায়নি।’

‘ধোনি অনুশীলন শুরু করেছে কিনা আমার জানা নেই। তবে আমি নিশ্চিত আইপিএলের জন্য ও নিজেকে তৈরি করবে। সবাই জানেন, ধোনি আইপিএল খেলবে। তারপরে যদি ওর ভালো না লাগে তাহলে সরে যাবে।’ যোগ করেন শাস্ত্রী।

ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ,  ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। ৩৫০ ওয়ানডে এবং ৯৮ টি-টোয়েন্টি খেলা ডানহাতি এই ব্যাটসম্যান ক্যারিয়ারের অন্তিমলগ্নে এসে পৌঁছেছেন, যেকোনো সময় ক্রিকেটকে বিদায় বলে দেবেন তিনি।

Bootstrap Image Preview