Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষ করেই বিশেষ বিমানে উঠবে বাংলাদেশ দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ১১:৩৯ AM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ১১:৩৯ AM

bdmorning Image Preview


পাকিস্তানে একরকম বন্দী জীবন পার করছে বাংলাদেশের ক্রিকেটাররা। সেই বন্দী জীবন থেকে রক্ষা পেতে নির্ধারিত সময়ের এক দিন আগেই বাংলাদেশে রওনা করছে তারা।

দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিককে এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান। টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ দলের ফেরার কথা ছিল ২৮ জানুয়ারি।

জানা গেল, ২৭ জানুয়ারি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষ করে ড্রেসিংরুম থেকে সরাসরি লাহোরের বিমানবন্দরে হাজির হবেন মাহমুদউল্লাহ রিয়াদরা। স্থানীয় সময় রাত ১১ টায় সেখান থেকে বিশেষ বিমানে করে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে তারা। দেশে পৌঁছাবে রাত তিনটায়।

পাকিস্তানে যাওয়ার সময়ও বিশেষ বিমানে চড়ে গেছে সৌম্য সরকার-লিটন দাসরা। বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট নেই। সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানে যেতে হয়। বিসিবির পক্ষ থেকে ব্যবস্থা করা বিমানটি সরাসরি লাহোরে অবতরণ করে।

ঠিক একইভাবে পাকিস্তান থেকে বাংলাদেশে আসার সরাসরি কোনো ফ্লাইট নেই। আরব আমিরাত হয়ে ঘুরে আসতে হয়। এবারও বিশেষ বিমানে আসবে বাংলাদেশ দল।

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে যাওয়া বাংলাদেশ পাকিস্তানে দুঃসহ সময় পার করছে। সেখানে ক্রিকেটারদের হোটেলের বাইরে যেতে দেয়া হচ্ছে না। সব ক্রিকেটারের রুমের বাইরে অস্ত্রধারী পুলিশ পাহারা দিচ্ছে। এমন বন্দী অবস্থান থেকে স্বস্তি পেতেই আগেভাগে বাংলাদেশে আসছে ক্রিকেটাররা।

Bootstrap Image Preview