Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের বোলিং শক্তির কথা ভেবেই আগে ব্যাটিং: ডমিঙ্গো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ১১:৫৭ AM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ১১:৫৭ AM

bdmorning Image Preview


পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতেই টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে হারার পরও দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, পাকিস্তানের বোলিং শক্তির কথা ভেবেই আগে ব্যাটিং নেয় তাঁর দল। পরে বোলিং করে প্রতিপক্ষকে রুখে দিতে দারুণ পটু পাকিস্তান। তাদের এই সুযোগটি দিতে চায়নি বাংলাদেশ।

এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘আমরা খুব ভালো করেই জানি পাকিস্তান ডিফেন্ড করাতে কতটা ভালো। ওদের ডেথ বোলিং বেশ ভালো। আমাদের তাই পরিকল্পনা ছিল আগে ব্যাটিং করে স্কোরবোর্ডে বড় রান তুলে সেটা ডিফেন্ড করা। দুর্ভাগ্যজনকভাবে তেমনটা হয়নি।’

প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছিলেন, তাঁর দল ১৫ রানের মতো কম করেছিল। এবার তাঁর সঙ্গে সুর মিলিয়ে ডমিঙ্গো জানিয়েছেন, দ্বিতীয় ম্যাচে ২৫ রানের মতো কম হয়েছে।

ডমিঙ্গো বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ১৫ রানের মতো কম করেছিলাম। আজ খুব সম্ভবত ২৫ রানের মতো কম করেছি। পাকিস্তান র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল, আমরা র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল। পার্থক্য টা স্পষ্ট, এই পার্থক্য কমাতে অনেক কাজ করতে হবে।’

Bootstrap Image Preview