Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্যবধান কমাতে অনেক কাজ করবে: ডামিঙ্গো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ১২:৩১ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ১২:৩১ PM

bdmorning Image Preview


টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে বিস্তর তফাৎ, সেটা আরও একবার মনে করিয়ে দিলেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ দলের প্রধান কোচ আইসিসি র‍্যাঙ্কিংয়ের পার্থক্যটিও তুলে ধরেছেন।  

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল পাকিস্তান। এই ফরম্যাটে তাদের শক্তিমত্তা সম্পর্কে ভালোই অবগত বিশ্বের প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশ। এক নম্বর দল কেমন হয়, বাংলাদেশও ভালোভাবে এবার সেটার ধারণা পেল। 

প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে র‍্যাঙ্কিংয়ের বিষয়টি উল্লেখ করেন ডমিঙ্গো। 

দক্ষিণ আফ্রিকান এই কোচ বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ১৫ রানের মতো কম করেছিলাম। আজ খুব সম্ভবত ২৫ রানের মতো কম করেছি। পাকিস্তান র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল, আমরা র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল। ব্যবধান স্পষ্ট, এই ব্যবধান কমাতে অনেক কাজ করতে হবে।’

আগামী সোমবার (২৭ জানুয়ারি) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান। হোয়াইটওয়াশ এড়ানোর মিশন নিয়ে এই ম্যাচে মাঠে নামবেন মাহমুদউল্লাহরা। লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। 

Bootstrap Image Preview