Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যর্থে এগিয়ে এল ওয়াসিম আকরাম ও যুবরাজ সিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ১২:৪৩ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ১২:৪৩ PM

bdmorning Image Preview


ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ম্যাচটিতে অজি কিংবদন্তিদের সঙ্গে যোগ দিচ্ছেন ওয়াসিম আকরাম ও যুবরাজ সিং।

পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার আকরাম এবং ভারতকে বিশ্বকাপ জেতানো যুবরাজের মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজকরা। 

এই ম্যাচটিতে দুই দলের অধিনায়ক হিসেবে থাকবেন শেন ওয়ার্ন এবং রিকি পন্টিং। দুই দলের কোচ হিসেবে থাকবেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ। পন্টিংয়ের দলের কোচ হিসেবে থাকবেন শচিন। ওয়ার্নের দলের কোচ হিসেবে থাকবেন ওয়ালশ।

আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি। জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটসন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল এবং মাইকেল ক্লার্কের মতো কিংবদন্তিরা খেলবেন ম্যাচটিতে। খেলতে না পারলেও স্টিভ ওয়াহ এবং মেল জোন্স ম্যাচটির সঙ্গে যুক্ত থাকবেন।
 
ম্যাচটির ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি। একই দিনে তিনটি ম্যাচ আয়োজিত হবে অস্ট্রেলিয়ায়। মেয়েদের কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের ম্যাচে এদিন মেলবোর্নে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ভারত। বিগ ব্যাশ ফাইনালও অনুষ্ঠিত হবে এদিন।

আগামী ৩১ জানুয়ারি ম্যাচটির ভেন্যু চূড়ান্ত করবে সিএ। তিনটি ম্যাচ থেকে অর্জিত অর্থ অস্ট্রেলিয়ান রেড ক্রিসেন্ট ডিজাস্টার রিলিফ এন্ড রিকোভারি ফান্ডে জমা হবে।

বাশফায়ার ক্রিকেট ব্যাশে খেলবেন যারাঃ শেন ওয়ার্ন (অধিনায়ক), রিকি পন্টিং (অধিনায়ক), জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটসন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, মাইকেল ক্লার্ক, অ্যান্ড্রু সাইমন্ডস, ব্র্যাড ফিটলার, ব্র্যাড হাডিন, এলিস ভিলানি, গ্রেস হ্যারিস, লুক হজ, ম্যাথু হেইডেন, মাইক হাসি, ফবি লিচফিল্ড, ওয়াসিম আকরাম ও যুবরাজ সিং।

Bootstrap Image Preview