Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সবাইকে সুযোগ দিতে চাই ডমিঙ্গো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ১২:৪৮ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ১২:৪৮ PM

bdmorning Image Preview


পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের পরিকল্পনা জানিয়েছেন রাসেল ডমিঙ্গো। রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের শেষ ম্যাচের একাদশে রাখার পরিকল্পনা করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ।

বাবর আজমদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে মাহমুদউল্লাহরা। আগামী ২৭ জানুয়ারি (সোমবার) শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামবে সফরকারীরা। 

সেই ম্যাচের পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমি সবাইকে সুযোগ দিতে চাই। আমরা ২-০ তে সিরিজে পিছিয়ে গেছি। আমাদের তিনজন ক্রিকেটার রয়েছে যারা খেলেনি এখনও এবং তারা অবশ্যই বিবেচনায় আসবে। আমাদের আরও কিছু অপশন রয়েছে।’ 

প্রথম টি-টোয়েন্টিতে কিছুটা লড়াই করতে পারলেও দ্বিতীয় ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। সিরিজে ফেরার এই ম্যাচে পাকিস্তানের সামনে মাত্র ১৩৭ রানের লক্ষ্য দিতে সক্ষম হন মাহমুদউল্লাহরা। এই লক্ষ্য ২০ বল ও ৯ উইকেট হাতে রেখেই টপকে যায় পাকিস্তান।

এই পারফরম্যান্সের পর স্বভাবতই হতাশ ডমিঙ্গো। তিনি বলেন, ‘আজকের দিনটি হতাশার ছিল। আমার মতে আমরা প্রথম ম্যাচে তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম বেশি। এটা ব্যাটিংয়ের জন্য সহজ উইকেট নয় এবং এই মাঠের গড় রান ১৫৫। প্রথম ম্যাচে আমরা ১৫ রান কম করেছি এবং আজ ২৫ রানের মতো কম হয়েছে।’ 

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াডঃ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

Bootstrap Image Preview