Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুপার লিগে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ০১:০৩ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ০১:০৩ PM

bdmorning Image Preview


এক ম্যাচ হাতে রেখে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগ নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার লিগে পা রাখে আকবর আলীর দল। সুপার লিগে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে যাওয়ার লড়াইয়ে গত শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটি বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। অবশ্য আকবরবাহিনীর জন্য আশীর্বাদ হয়ে এসেছিল বৃষ্টি।

টস হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশ যুবাদের অবস্থা ছিল খুবই করুণ। ২৫ ওভারে ১০৬ রান তুলতেই ৯ উইকেট হারায় দলটি। এরপর আর খেলাই হয়নি।

এর আগে 'সি' গ্রুপের দুই ম্যাচে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে হারিয়েছে পাকিস্তানও। তবে নেট রান রেট বিবেচনায় বাংলাদেশের চাইতে পিছিয়ে থাকে পাকিস্তান। যে কারণে সহজেই গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

আগামী ৩০ জানুয়ারি পচেফস্ট্রমে মুখোমুখি হবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদত হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রাকিবুল হাসান ও হাসান মুরাদ।

স্ট্যান্ড বাইঃ অমিত হাসান, এসএম মেহেরব হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মিনহাজুর রহমান মোহন্না, রুবেল মিয়া ও আসাদুল্লাহ হিল গালিব।

Bootstrap Image Preview