Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ০৫:২৮ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ০৫:৩৩ PM

bdmorning Image Preview


ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার  সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সিরিজ খেলতে আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল।

সিরিজের মূল লড়াই শুরুর আগে ১৮ও ১৯ ফেব্রুয়ারি ঢাকায় একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এ ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত করতে পারেনি বিসিবি।

এরপর আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে একমাত্র টেস্ট। পুরো পাঁচদিন খেলা হলে যা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।

তিনদিন বিরতি দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ তিনটিই হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ তারিখে। আর সবশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ফের ঢাকায় ফিরবে দুই দল। ম্যাচ দুইটি হবে ৯ ও ১১ মার্চ। পূর্ণাঙ্গ সফর শেষ করে আগামী ১২ মার্চ দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে।

Bootstrap Image Preview