Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৫০ দিনে ১২ কেজি ওজন কমিয়েছেন আশারাফুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ১১:৪৮ AM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ১১:৪৮ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে খেলার সুযোগ পাননি জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। কোন কারণে বিপিএলে সুযোগ পাননি সেটা নিজেও জানেন না অ্যাশ।

তবে সুযোগ না পেয়ে ভালোই হয়েছে বলে মনে করেন আশরাফুল।এই পঞ্চাশ দিনে নিজের ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছেন।ওজন কমিয়েছেন ১২ কেজি।যার ফল হিসাবে শুরু হতে যাওয়া বিসিএলের বিল্প টেস্টে ১১ তুলতে পেরেছেন।  

এই প্রসঙ্গে আশরাফুল বলেন,বিপিএলে সুযোগ না পেয়ে ভালোই হয়েছে।এই পঞ্চাশ দিনে ১১-১২ কেজি ওজন কমিয়েছি।নিজেকে অনেক পরিবর্তন করতে পেরেছি।ফিটনেস লেভেল ভালো করতে পেরেছি।হয়তো থাকতে পারলে ভালো হতো খেলতে পারতাম, যেহেতু পায়নি তাই এই সময়ে নিজের ফিটনেস নিয়ে কাজ করেছি।আলহামদুলিল্লাহ, বিসিএলের বিল্প টেস্ট ১১ তুলতে পেরেছি। নিজের কাছে খুব ভালো লাগছে।'   

ঘরোয়া ক্রিকেটে ভালো পারফম্যান্স করে আবারো জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চান অ্যাশ।আশায় আছেন সাদা পোশাকে জাতীয় দলের হয়ে মাঠ মাতাবেন,অবশ্যই টেস্ট ফর্মেটে খেলতে চাই।গত জাতীয় লীগ ভালো হয়েছে।শুরু হতে যাওয়া বিসিএলে যদি খেলার সুযোগ পায় তাহলে ভালো খেলতে চায়।' 

Bootstrap Image Preview