চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ভারত।
রবিবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য ও সামরিক কর্মকর্তারাসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।