Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চলন্ত মোটরসাইকেলে গোসল সারলেন দুই যুবক, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ০৭:৪৮ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ০৭:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভিয়েতনামে মোটরসাইকেলে বসেই গোসল সারলেন দুই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে বিচিত্র এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানায়, ভিয়েতনামে বিন ডুওং প্রদেশে এই ঘটনা ঘটে। বাইকে বসেই মাথায় শ্যাম্পু মেখে গোসল করছেন চালক ও তার সঙ্গী। অন্য আরেকটি গাড়ি থেকে তাদের এই কাণ্ড ভিডিও করা হয়।

ভিডিওটিতে দেখা যায়, বাইকচালক ও তার সঙ্গী দুজনই ছিলেন খালি গায়ে। তাদের মাঝে সিটের ওপর রাখা পানির বালতি। বাইক চালাতে চালাতেই বালতি থেকে পানি নিয়ে গোসল সেরে নিচ্ছেন তারা। মাথায় মাখছেন শ্যাম্পুও।

ভিডিওটি ভাইরাল হতেই ঘটনাটি নজরে আসে পুলিশের। মোটরসাইকেলটার নম্বর প্লেট থেকে খুঁজে বের করা হয় দুই যুবককে। বুধবার থানায় ডেকে দুজনকে জরিমানা করে পুলিশ।

Bootstrap Image Preview