Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাবিতে খাদ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মশাল মিছিল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ১০:০১ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ১০:০১ PM

bdmorning Image Preview


বর্তমানে পৃথিবীর সবচেয়ে রক্তক্ষয়ী সীমান্ত হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত। এবছরের জানুয়ারি মাসেই এখন পর্যন্ত সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন ২৩ জন বাংলাদেশি।

এই সীমান্ত হত্যা বন্ধ করতে ও ভারতীয় আগ্রাসন রুখে দেয়ার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ ও মশাল মিছিল করেছে সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত থাকা বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সাদেকুল ইসলাম সোহেল বলেন, সীমান্তে নিহতদের দায় সরকার নেবে না এটা অত্যন্ত দায়িত্বহীন বক্তব্য।

এই বক্তব্যের পর খাদ্যমন্ত্রীর আর অধিকার নেই নিজের চেয়ারে থাকার। অবিলম্বে খাদ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ভারতীয় আগ্রাসনের সামনে নতজানু হয়ে থাকা আমাদের পররাষ্ট্রনীতিকে আবার সোজা করে আগ্রাসন রুখে দিতে হবে।

Bootstrap Image Preview