Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচিত হলে বাড়িভাড়া নির্ধারণ ও ব্যাচেলর-স্টুডেন্টস হাউজিংয়ের ব্যবস্থা করা হবে: তাবিথ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ১০:২৬ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ১০:২৬ PM

bdmorning Image Preview


নির্বাচিত হলে বাসা ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এছাড়া তিনি বলেন, ব্যাচেলর ও স্টুডেন্টস হাউজিং এবং চাকরিজীবী নারীদের আবাসনের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা নেয়া হবে।

সোমবার সকালে রাজধানীর গুলশানে ইমানুয়্যেলস ব্যাংকুয়েট হলে নিজের ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব প্রতিশ্রুতি দেন।

জনগণের ক্ষমতা ব্যবহার করে বিদ্যমান সংকট সমাধান করা হবে বলে উল্লেখ করেন বিএনপির এই মেয়র প্রার্থী। তাবিথ আউয়াল বলেন, নির্বাচিত হতে পারলে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই নগরবাসী সেবা এবং প্রতিশ্রুতির ফলাফল পাবে।

ইশতেহার ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, শামসুজ্জামান দুদু, মো. শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview