Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করলেন স্পিডস্টার শোয়েব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০, ০৩:৩৩ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০২০, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


আরেকটি অদম্য পারফরম্যান্স প্রদর্শন করল ভারত। ব্যাটিং, বোলিং, ও ফিল্ডিং– তিন বিভাগেই আধিপত্য বিস্তার করে জিতলেন তারা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। লো-স্কোরিং ম্যাচে দাপুটে এ জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছেন তারা। অর্থাৎ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছেন সফরকারীরা।

নিউজিল্যান্ডের মাটিতে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। তার মতে, অপ্রতিরোধ্য দল হয়ে উঠছেন মেন ইন ব্লুরা। যারা যেকোনো পরিস্থিতি থেকে ম্যাচ জিততে পারেন।

সোমবার নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত অপ্রতিরোধ্য দল হয়ে উঠছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তা আবার দেখিয়েছেন তারা। টিম ইন্ডিয়ার ব্যাটিং গভীরতা অনেক। তাদের লম্বা ব্যাটিং লাইনআপ। এ দলের বিপক্ষে মামুলি সংগ্রহ দাঁড় করিয়ে জেতা যায় না।

ভারতীয় বোলিং লাইনআপেরও স্তুতি গেয়েছেন শোয়েব। তিনি বলেন, তাদের রয়েছে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামির মতো বোলার। দুজনের জুটিটা গড়ে উঠেছে দারুণ। শুরুতেই প্রতিপক্ষ শিবিরে ত্রাস ছড়িয়ে দিচ্ছেন তারা। ফলে পরে তাদের স্পিনারদের খেলতে পারছেন না ব্যাটসম্যানরা। তদুপরি ফিল্ডিংটাও দারুণ করছেন কোহলিরা। অসাধারণ দল হয়ে গড়ে উঠছেন তারা। কী নেই সেই দলে? টপ ব্যাটসম্যান, সুইংযুক্ত গতিময় পেসার, জাদুকরী স্পিনার, দক্ষ অলরাউন্ডার– সব আছে।

Bootstrap Image Preview