Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এশার নামাজ পড়াতে পড়াতে মারা গেলেন ইমাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০, ০৮:৫৯ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০২০, ০৮:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কুমিল্লার নাঙ্গলকোটে নামাজে ইমামতি অবস্থায় এক ইমামের আকস্মিক মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। উপজেলার পাটোয়ার হাজি বাড়ি জামে মসজিদে সোমবার এশার নামাজের সময় এ ঘটনা ঘটে।

ওই ইমামের নাম মাওলানা আবদুল বারী (৫৫)। তিনি একই গ্রামের মুন্সি বাড়ির মরহুম আমান উল্লাহ মুন্সির দ্বিতীয় ছেলে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

জানা যায়, মাওলানা আবদুল বারী সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এশার নামাজে ইমামতি শুরু করেন। প্রথম রাকাআত শেষে দ্বিতীয় রাকাআতে রুকু শেষ হওয়ার প্রাক্কালেই হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। মুসল্লিরা তার লাশ বাড়ি নিয়ে গেলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। দলে দলে মানুষ মাওলানা আবদুল বারীকে শেষবারের মতো দেখতে আসেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Bootstrap Image Preview