Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দিন শেষে তামিমই সেরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ০৯:৫৯ AM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ০৯:৫৯ AM

bdmorning Image Preview


পাকিস্তানের তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত এই সিরিজের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। ২ ম্যাচে ১ হাফ সেঞ্চুরিতে তিনি ১০৪ রান করেছেন।

সিরিজের শুরু থেকেই ধীরস্থির ব্যাটিংয়ের জন্য সমালোচনায় পড়েছেন বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার। তবে সিরিজ শেষে রান তালিকায় তিনিই সবার উপরে অবস্থান করছেন।

প্রথম ম্যাচে ৩৪ বলে ৩৯ রান করেন তামিম। দ্বিতীয় টি-২০ ম্যাচে বড় ইনিংস খেলেছেন তিনি। ৫৩ বলে ৬৫ রান করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। রান সংগ্রাহকদের তালিকায় পাকিস্তানেরই আধিপত্য রয়েছে।

শীর্ষ পাঁচের মধ্যে তাদেরই তিনজন রয়েছেন। এই তালিকায় দুই নম্বরে আছেন পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। ২ ইনিংসে এক হাফ সেঞ্চুরিতে ৮৪ রান করেছেন তিনি।

তিন নম্বরে আছেন বাবর আজম। ২ ম্যাচে তাঁর রান ৬৬। শোয়েব মালিক দুই ম্যাচে ৫৮ রান করেছেন। ৪২ রান করে এই তালিকার পাঁচ নম্বরে বাংলাদেশের ওপেনার নাঈম শেখ।

 

Bootstrap Image Preview