Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

 পাকিস্তানে আর ভাড়া করা বিমানে যাবে না বাংলাদেশ                       

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ১১:০০ AM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ১১:০০ AM

bdmorning Image Preview


পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভাড়া করা বিমানে গিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পাঁচ দিনের এই সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে গুনতে হয়েছে মোটা অংকের টাকা।

টাইগারদের পাকিস্তানে আনা-নেয়া করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ বিমানের ‘মেঘদূত’ উড়োজাহাজকে ভাড়া করে।

বাংলাদেশ বিমানের উড়োজাহাজ মেঘদূতের ধারণক্ষমতা ১৬২ জন।ঢাকা-লাহোর-ঢাকা, ক্রিটেদারদের আনা-নেয়া করার জন্য বিসিবিকে গুনতে হয়েছে প্রায় দেড় লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ১ কোটি ২৭ লাখ টাকা।

কিন্তু পরের দুইবার আর ভাড়া করা বিমানে পাকিস্তান যাবে না বাংলাদেশ দল।

এমনটি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান বলেছেন, এবার ভাড়া করা বিমান নয়, দল যাবে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে।

আগামী ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এই সফরে টাইগাররা দোহায় যাত্রাবিরতি দিয়ে ইসলামাবাদ হয়ে রাওয়ালপিন্ডিতে পৌঁছবে।

  

Bootstrap Image Preview