Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকা সিটি নির্বাচনে ৬৭ বিদেশি পর্যবেক্ষক, যুক্তরাষ্ট্রেরই ২৭ জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ১১:৩৬ AM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ১১:৩৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করবেন বিভিন্ন দেশের অন্তত ৬৭ পর্যবেক্ষক।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ২৭ জন, যুক্তরাজ্যের ১২ জন, ইউরোপীয় ইউনিয়নের ৫, নেদারল্যান্ডসের ৬, সুইজারল্যান্ডের ৬, নরওয়ের ৪, ডেনমার্কের ২ ও জাপানের ৫ জন পর্যবেক্ষক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোট পর্যবেক্ষণের জন্য ইসিতে আবেদন করেছেন। তাদের অনুমতি দেয়া হয়েছে।

এছাড়া আরও ২২টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার ১ হাজার ১৩ জন পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দুই সিটির সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হবে।

Bootstrap Image Preview