Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের হাসপাতালে শাহরুখ খানের বোনের লাশ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ১১:৫১ AM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ১২:০১ PM

bdmorning Image Preview


বলিউড সুপারস্টার শাহরুখ খানের চাচাতো বোন নূর জিহান মারা গেছেন। পাকিস্তানের পেশোয়ারের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন রাজনৈতিকভাবে সক্রিয় নূর জিহান। নূর জিহান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। 

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, পেশোয়ারের কিসসা খাওয়ানি বাজারের কাছে শাহ ওয়ালি কাতালে থাকতেন নূর জিহান। ৫২ বছর বয়সী নূর ওরাল ক্যানসারে ভুগছিলেন বলে জানান তাঁর স্বামী আসিফ বুরহান। রাজনৈতিকভাবে বেশ সক্রিয় ছিলেন নূর জিহান। জেলা ও শহর কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে তা প্রত্যাখ্যান করে নেন।

Bootstrap Image Preview