Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর সূর্যের দেখা নেই, হচ্ছে বৃষ্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ১২:০৮ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ১২:১০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ঘন কুয়াশা ভোর থেকে ঢেকে রেখেছে রাজধানীর আকাশ। বুধবার কুয়াশায় রাজধানীর আকাশ থেকে যেনো হারিয়ে গেছে সূর্য। ঢাকায় ভোরের দিকে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কালকেও (বৃহস্পতিবার) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, ‘মেঘ আছে, বাতাসে আর্দ্রতা আছে– এসব কারণে কুয়াশা দেখা যাচ্ছে। আজকে হয়তো সেভাবে রোদ দেখা যাবে না। কারণ পুরো আকাশ মেঘে ঢাকা আছে। এটা হয়তো বৃহস্পতিবার পরে কেটে যাবে।’

আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনের শেষ দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Bootstrap Image Preview