Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিরাট আকৃতির ভঙ্ককর মশার সন্ধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ১০:১৮ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ১০:১৮ PM

bdmorning Image Preview


স্পেনে বিরাট এক মশার সন্ধান মিলেছে। সোশ্যাল মিডিয়ায় এই মশার ছবি এখন ভাইরাল।

জানা যায়, স্পেনের করডোবা শহরের বাসিন্দা ইজাকুইল লোবো, টুইটারে মশার ছবিটি পোস্ট করেন। তিনি জানান, এই মশাটি জানালা দিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়ে। তার মা স্প্রে করে মশাটি মেরে ফেলেন। এই বড় মশার পাশে একটি ছোট মশার ছবি পোস্ট করেছেন লোবো।

তিনি টুইটারে ছবিটি পোস্ট করে জানতে চেয়েছেন, এমন আকারের মশা আগে কেউ দেখেছেন কিনা। কেউ কেউ আবার মশাটির ছবি দেখে একে ভিনগ্রহী বলে মন্তব্য করেছেন।লোবোর এই পোস্ট প্রায় এক লাখ ৪০ হাজার লাইক পেয়েছে। সেই সঙ্গে রিটুইট হয়েছে ২৩ হাজারের বেশি বার। খবর: আনন্দবাজার।

Bootstrap Image Preview