Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভোটের দিনে বহিরাগতদের রাজধানীতে থাকতে মানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২০, ১১:১৯ AM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২০, ১১:১৯ AM

bdmorning Image Preview


দুই দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগতদের রাজধানীতে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ভোটার ব্যতীত অন্যদের ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব।

এর আগে নির্বাচনকে কেন্দ্র করে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

ইসি সচিব বলেন, সাধারণ নির্বাচনের ক্ষেত্রে যেসব এলাকায় ভোট থাকে, ওই এলাকাগুলোতে ভোটের দিন বাইরের কোনো লোক অবস্থান করতে পারেন না। আর এটা তো রাজধানী। নানা প্রয়োজনে মানুষকে এখানে আসতে হয়। ফলে এসব বিষয় বিবেচনা করে অবস্থান বন্ধ করা যাবে না। এছাড়া ঢাকায় ভোটার ছাড়া অন্য লোক থাকতে পারবে না কিংবা বাইরের কেউ এখানে আসতে পারবে না- এমন কিছু করা যাবে না।

তিনি বলেন, সকল বিষয়গুলো বিবেচনায় নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে- যারা ভোটার না, ভোটের দিন তারা যেন ভোটকেন্দ্রে না আসেন। বিশেষ করে জরুরি প্রয়োজন যদি না থাকে- তাহলে ঢাকায় যারা বহিরাগত তাদের কেউ যেন রাজধানীতে অবস্থান না করেন। তবে যাদের জরুরি প্রয়োজন, তাদের তো থাকতেই হবে। এ ক্ষেত্রে পুলিশ যেন তাদের অ্যালাউ করে। যারা শুধু শুধু ঢাকায় এসেছে, তাদের চলে যেতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন কারণে যারা ঢাকায় অবস্থান করেন কিন্তু ঢাকার ভোটার নয়, তারা যেন অযথা অপ্রয়োজনে ভোটকেন্দ্রে গিয়ে জটলার সৃষ্টি না করে। কারণ এমন করলে যারা ভোট দিতে আসবেন তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও এটা সমস্যার কারণ হতে পারে। এছাড়া আরও একটি অনুরোধ করা হয়েছে- যাদের ভোট দেওয়া হয়ে যাবে তারা যেন কেন্দ্রে অবস্থান না করে অন্যকে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেন।

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview