Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুপার ওভারে স্বপ্নভঙ্গ নিউজিল্যান্ডের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২০, ১১:২৮ AM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২০, ১১:২৯ AM

bdmorning Image Preview


গত ছয় মাসের মধ্যে তিন তিনটি সুপার ওভার দেখলো ক্রিকেট বিশ্ব। তার মধ্যে সবচেয়ে শ্বাসরুদ্ধকর ছিল বিশ্বকাপ ফাইনাল। লর্ডসে গত জুলাইয়ে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি টাই হওয়ার পর সুপার ওভারও অবিশ্বাস্যভাবে টাই হয়ে যায়।

পরে বাউন্ডারির হিসেবে এগিয়ে থাকা ইংল্যান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। কিউইদের সেই ক্ষত শুকায়নি এখনও। এরই মধ্যে বিশ্বকাপেরতিন মাস পরই আরেকটি সুপার ওভারে স্বপ্ন ভাঙে কিউইদের। অকল্যান্ডে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে তাদের হারায় বিশ্বকাপের সেই ‘শত্রু’ ইংল্যান্ড। ৩-২ ব্যবধানে জিতে নেয় সিরিজ।

গত নভেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সেবার ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে ১৭ রান। জবাবে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তোলে ৮ রান। সুপার ওভারে হেরে যায় ৯ রানে।

ছয় মাসের মধ্যে আরও একটি সুপার ওভারে হার দেখলো নিউজিল্যান্ড। এবার আর ইংল্যান্ডের কাছে নয়। কিউইদের কাঁদাল ভারত। (বুধবার) হ্যামিল্টনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টাই হওয়ার পর ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে।

এবার সুপার ওভারে নিউজিল্যান্ড তুলে ১৭ রান। জবাবে ওভারের শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ বের করে নেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

ছয় মাসের মধ্যে সুপার ওভারে তৃতীয়বারের মতো স্বপ্নভঙ্গ, নিউজিল্যান্ডের নিয়তিই কি হয়ে গেছে এটা?

Bootstrap Image Preview