Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফের আসছে শৈত্যপ্রবাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ১০:৪৭ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ১০:৪৭ AM

bdmorning Image Preview


ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন ঘিরে রাজধানীতে টানটান উত্তেজনা বিরাজ করছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট উৎসবের জন্য প্রস্তুত ভোটাররাও। শনিবার ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। 

ঢাকার এই দুই সিটি করপোরেশনের নির্বাচনের দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। আজ শুক্রবার তিনি জানান, নির্বাচনের দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। 

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম আরও বলেন, শনিবার ঢাকায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ শুক্রবার থেকে সিলেট অঞ্চলে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফর জানায়, আজ শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দেশের উত্তর-পশ্চিমাংশে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Bootstrap Image Preview